জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকায় এক জন প্রকৃত মুজিব আদর্শের সৈনিকের দায়িত্ব। এমনি একজন সৈনিক বাঘার সামিউল আলম নয়ন সরকার।

২৫ বছরের রাজনৈতিক জীবনে নিজের জন্য নয়, ভেবেছেন শুধু অসহায়, দুস্থ মানুষের কথা। থাকতে চান সর্বদা তাদের পাশে। এই ধারাবাহিকতা নিয়েই নয়ন সরকারের পথচলা।

বাঘা উপজেলার ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের
গৌরাঙ্গপুর মোড়ে তারি ধারাবাহিকতায় প্রায়
শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেছে সাবেক ছাত্রনেতা, পাকুড়িয়া ইউনিয়নের সহ-দপ্তর সম্পাদক সামিউল আলম নয়ন সরকার।

আজ সোমবার (১০ মে) সকাল আনুমানিক ১১ টায় জনপ্রতি ৫০০ টাকা করে হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহার বিতরণ কালে সার্বিক সহযোগিতায় ছিলেন, গৌরাঙ্গপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বৃন্দ সহ উজ্জ্বল প্রাং, সুজন আহমেদ, পিপুল হোসেন, আশিক, মাসুদ, মাসুম,হানিফ, সাব্বির প্রমুখ।

এ সময় সামিউল আলম নয়ন সরকার বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধোরে দেশ যখন উন্নয়নের দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় মহামারী করোনা আমাদেরকে অর্থনৈতিক সংকটকে ফেলছে। যাতে করে অসহায় হয়ে পরেছে দেশের স্বল্পআয়ের মানুষ।

পবিত্র এই রমজান মাসে আমরা সবাই সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি, যেনো এই করনো সংকট থেকে অতি দ্রুত মুক্তি পাই।

তিনি আরো বলেন, সমাজে কিছু যুবকেরা আছে যাদের অনেক ইচ্ছে অসহায়,হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর। তাদের সকলের প্রতি আমার শুভকামনা রইলো ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তারা যেন সারাজীবন এমনি মহৎ উদ্দেশ্য নিয়ে পথচলতে পারে। সব শেষে গৌরাঙ্গপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্য সহ সার্বিক সহযোগিতায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।