বাঘা প্রতিনিধি: রাশেদুল হক অন্তর স্বাধীনতার ৫০ বছরপূর্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেন না’ এ শ্লোগানকে সামনে রেখে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন এর পলাশি মৌজায় সরকারি খাস জমিতে গৃহহীনদের পুনর্বাসনের জন্য জমির সিমানা নির্ধারন ও পরিমাপ কাজ পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)পাপিয়া সুলতানা ।

মঙ্গলবার (৪ মে) সকালে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গড়গড়ি ইউনিয়নে পদ্মা নদীর তীরে পলাশী মৌজায় প্রথমে ৪টি ও পর্যায়ক্রমে খাস জমি দখল মুক্ত করে গুচ্ছোগ্রামে পরিনত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা । উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।