বাঘায় পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ রাজশাহী জেলার বাঘা থানার গড়গড়ি ইউপির পলাশী ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামের আবেদ আলীর স্ত্রী আশুরা বেগম (৫০) বাড়িতে ব্যবহারের জন্য প্রতিবেশি খোরসেদ আলীর জমি থেকে মাটি কাটতে যায়। এনিয়ে দুই পরিবারের মেয়েদের মাঝে বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি নিয়ে এক পরিবারের পুরুষ আরেক পরিবারকে হুমকি প্রদান করে।
ওই জের ধরে ১২ এপ্রিল ( সোমবার) সন্ধার পর আবেদ আলীর লোকজন খানপুর বাজারের পার্শ্বে খোরসেদকে মারধর করে । তাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল নয়টায় খোরসেদ আলীর লোকজন রড, হাতুড়ি, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা করে। এনিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। হামলায় গুরুতর আহত হয়েছেন,আবেদ আলী (৫৫)সহ তার স্ত্রী আশুরা বেগম (৫০), মেয়ে নারর্গিস খাতুন ও তার ভাইয়ের ছেলে সেন্টু আলী। অপরদিকে খোরশেদ পক্ষের লীপি খাতুন(৩০) ও জবেদা খাতুন নামের দুই নারি আহত হয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
বাঘা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) আব্দুল বারী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।