আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ ফাইল ফটো দিন নেই,রাত নেই,প্রচার মাই‌কের এমন সু-খবরের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উ‌ঠে‌ছে রাজশাহীর বাঘা পৌরবাসী। সম্প্রতি বাঘায় রিকশা,অটোরিকশা ও ইজিবাইকে মাইক লাগিয়ে যখন তখন,প্রাইভেট ক্লি‌নি‌কে বি‌শেষজ্ঞ ডাক্তা‌রের চি‌কিৎসা সেবা,প্যাথলজি,ব্রয়লার মুরগীর মুল‌্য ছাড়, গরুর মাংস,এলইডি বাল্ব,ডিটারজেন্ট পাউডার, কিন্ডারগার্টেন,কোচিং সেন্টারে ভর্তিসহ বিভিন্ন ধরনের প্রচার মাই‌কের বিকট শ‌ব্দে অ‌তিষ্ট পৌরবাসী।

সকাল থেকে রাত পর্যন্ত এই প্রচা‌রের নামে মাত্রাতিরিক্ত ও অসহনীয় শব্দদূষণে নাকাল পৌরবা‌সী। প্রতি‌দিন সকাল না হতে শুরু করে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকায় চলে এসব মাইকিং। আর এ প্রচার মাই‌কের বিকট শ‌ব্দে অতিষ্ঠ জনজীব‌ন। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া ছোট ছোট শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠেছে।

পৌর এলাকার বানিয়া পাড়া গ্রা‌মের আব্দুল খালেক ইসলাম(৫৮) ব‌লেন,এভাবে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন উচ্চ শব্দে মাইক বাজিয়ে নানা প্রচারণা চালানো হয়। ফলে রাস্তার পাশে বা‌ড়ি হওয়ায় চরম ব্যাঘাত সৃষ্টি হয়। মাই‌কের তীব্র শব্দে অনেক সময় বু‌কের ম‌ধ্যে সমস্যা দেখা দেয়। একই এলাকার এস এসসি সমমানের পরীক্ষার্থী মারুফা খাতুন বলেন,

শিঘ্রই এসএসসি পরীক্ষা শুরু হবে। পড়ার টবিলে বসে মাইকের উচ্চ শব্দে পড়ার মনোযোগের বিঘ্ন ঘটে। বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন,এ ভাবে নিয়ম ছাড়া যখন তখন মাইকিং করে শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে। ফলে এ বিষয়ে ব্যাবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তিনি।