গাজীপুর সদর উপজেলারর বাহাদুরপুর মণ্ডলবাড়ি এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৩৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ওই ঘরগুলোতে কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ১১টার দিকে বাহারদুপুর মণ্ডলবাড়ি এলাকার কামাল হোসেনের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।