বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- আমি আপনাদের সন্তান,আপনাদের সুখে দুঃখে সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন, বিরামপুরে ভিক্টর ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী এসব একথা বলেন।
(২ জানুয়ারি) রোববার বিকেলে পৌর শহর এলাকা বিরামপুর আনসার মাঠ চত্তরে এই কম্বল বিতরণ করা হয়।
বিরামপুর ভিক্টর ক্লাব আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর সচিব সেরাফুল ইসলামের সঞ্চালনায় ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ,বীরমুক্তিযোদ্ধা মোস্তক হোসেন মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী কাদেরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪নং ওয়ার্ডের অসচ্ছল ও দুস্থ শীতার্তদের মাঝে ৩’শ কম্বল বিতরণ করা হয়।
এসময় বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ভিক্টর ক্লাবের সকল সদস্যবৃন্দ,৪নং ওয়ার্ডের উপকারবোগীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।