বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ওয়ার্ল্ড ভিশন এপি’র উদ্যোগে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসব পালন করা হয়েছে।
(১৫ জানুয়ারি) শনিবার সকালে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে এই উৎসবের শুভ সূচনা করা হয়।
উপজেলা অডিটরিয়ামে বিরামপুর ওয়ার্ল্ড ভিশন (এপি) আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন এপি বিরামপুর শাখার ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক মশিহুর রহমান, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।