নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

(১৩ অক্টোবর) বুধবার সকাল ১১ টার সয়ম উপজেলা কনফারেন্স সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কৃষি উপ-পরিচালক শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, এসএটিটিও মাহবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান,একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম প্রমূখ।

এসময় সভায় কৃষক ও সুধীজনদের নিয়ে ইঁদুর নিধনের বিভিন্ন পদ্ধতি ও কলা কৌশল প্রদর্শন করা হয়।