বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন,সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। শনিবার (৭মে) সকালে তার নিজ বাসভবন নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এই ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় হয়। অপর দিকে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু একইদিনে দুপুরে পৌর শহরের মির্জাপুর মোড়ে একুয়া থিম পার্কে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান,সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক এবিএম মুসা, প্রচার সম্পাদক সেকেন্দার আলী, কার্যকারী সদস্যবৃন্দ আঃ রশীদ, মাহাবুব রহমান,নজরুল ইসলাম, রায়হান কবির চপল ও পবন কুমার শীল আঃ রউফ সোহেল,সদস্য আঃ আলীম স্বর্ণকার,রেজুয়ান আলী, সাইফুল ইসলাম ও নয়ন হাসান উপস্থিত ছিলেন।