![dkk](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/05/received_1001189963958634.jpeg)
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার ধুপাজান চলতি নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন-চার্জ সুরঞ্জিত তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি সক্রিয় ফোর্স অভিযান পরিচালনা করে শনিবার ভোর রাতে ৭টি বাল্কহেড নৌকা আটক করেন।
যানা যায় ধুপাজান চলতি নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি রাতের আধারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নদীর পাড় কেটে বালি উত্তোলনের চেষ্টা করে।
এসময় খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭টি বালি ভর্তি নৌকা আটক করেন।
এব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন-চার্জ জানান,ধুপাজান চলতি নদীতে প্রতিদিন পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।