বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজার সংলগ্ন কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ অক্টোবর) কদমী সুমনা ডেইরী ফার্ম এ্যান্ড ফিসারীর আয়োজনে
বিকেল ৫টায় নৌকা বাইচ অনুষ্ঠানে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম)। বাইচ প্রতিযোগিতায় ৭টি নৌকা অংশ নিতে দেখা গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, রূপাপাত ইউপি চেয়ারম্যান মো. আজিজার রহমান ও শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ। সন্ধ্যায় নৌকা বাইচ প্রতিয়োগিতায় প্রথম স্থান অধিকারী পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বাকা শেখকে ফ্রিজ (একশো পাঁচ হাত নৌকা), দ্বিতীয় স্থান অধিকারী রূপাপাত গ্রামের ইলিয়াস মোল্যা ও তৃতীয় স্থান অধিকারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আড়পাড়ার উচমান শেখকে রঙিন টেলিভিশন দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।