তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে সুমি অধিকারী (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। সুমি অধিকারীর ৭ বছরের এক ছেলে রয়েছে। ৯ বছর আগে মাগুরা জেলার শালিকা থানার আড়পাড়া গ্রামের ডা. মোহন অধিকারীর মেয়ে সুমি অধিকারীর বিয়ে হয় গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের রনি অধিকারীর সাথে।
থানা সূত্রে জানা যায়, বাগুয়ান গ্রামের রনি অধিকারীর স্ত্রী সুমি অধিকারী শুক্রবার (৫ নভেম্বর) সকালে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়।
তার প্রতিবেশি দেখতে পেয়ে লোকজন ডেকে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মামুন অর রশিদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবারই লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।