বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  সোমবার (১৫ নভেম্বর) রাতে অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেছেন শিশুটির বাবা। মামলা নম্বর ৬। মামলা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা কুঠুরাকান্দি এলাকার এক রংমিস্ত্রি আলফাডাঙ্গা সদর বুরাইচ ইউনিয়নের বুরাইচ গ্রামে ভাড়া বাসায় থেকে রংমিস্ত্রীর কাজ করেন। তার স্ত্রীও রাস্তায় রিপেয়ারিং কাজের লিবারদের রান্না করেন।
রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই শিশুর মা বাড়ির পাশে রাস্তায় রিপেয়ারিং কাজের লিবারদের রান্না করতে যায়। ওই শিশু আলফাডাঙ্গা ব্রীজের পূর্বপাশে দুপুর ১টার দিকে বারাশিয়া নদীতে বরশি দিয়ে মাছ মারা দেখতেছিল। মাছ ধরাদের পাশে একজন দাড়িয়েছিল। ওই অপরিচিত ব্যক্তি দুপুর ২টার দিকে ওই শিশুকে কয়েকটি চকলেট দেয় এবং আরো চকলেট দেয়ার লোভ দেখিয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামে দাউদ মোল্যার কলা বাগানে নিয়ে পরনের প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ওই শিশু বাচার জন্য ধস্তাধস্তি করে শোর চিৎকার করতে থাকলে শিশুটিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যায় ওই ব্যক্তি।
ঘটনার পরে ওই শিশু উক্ত স্থান থেকে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় তার বাবা তাকে ডেকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর শিশুর মা মেয়ের পরনের প্যান্টে রক্ত দেখতে পাই। রক্ত দেখে তার  কাছে জানতে চাইলে ওই শিশু তার মার কাছে সব ঘটনা খুলে বলে।
তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জিন্সিতে নিয়ে গেলে ওটিতে চিকিৎসা দেয় এবং পরে ওসিসিতে রেফার্ড করে।
এব্যাপারে মামলার তদন্তকারী কমর্কর্তা এসআই মো. হাফিজুর রহমান বলেন, ৭ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।