বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা হলরুমে সোমবার (১১ অক্টোবর) সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রীতম কুমার হোড়, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সানোয়ার হোসেন, সাংবাদিক এ্যাড. কোরবান আলী, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, চতুল ইউপি চেয়ারম্যান
শরীফ সেলিমুজ্জামান লিটু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।