বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নিরীহ মানুষদের জায়গা জমি দখল, সংখ্যালঘু হিন্দুদের ভয়ভীতি সহ বিভিন্ন অভিযোগে দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। গত বুধবার সকাল উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এনামুল মোল্যা, হাসান শেখ, হুমায়ুন কবির, আবির হোসেন, আকরাম মাদবর প্রমূখ। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দেলোয়ার হোসেন বিভিন্ন সময় নিরিহ মানুষদের হয়রানী, সংখ্যালঘু হিন্দুদের সদ সমাপ্ত ইউপি নিবার্চনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে ভোট প্রদান করায় নানা ভাবে ঝামেলা সহ নানা অনৈতিক কর্মকান্ড করছেন দেলোয়ার সহ তার লোকজন।
এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, দেলোয়ারের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য। এ ব্যাপারে জানতে অভিযুক্ত দেলোয়ারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।