বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী কুমার নদীতে মাদরাসা ছাত্রের নিখৌঁজের তিন ঘন্টায়ও খোঁজ মেলেনি। উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস তৎপরতা চালাচ্ছে। ওই মাদরাসা ছাত্র মাজেদ (১৪) চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ফুল মিয়ার ছেলে। সে সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে একটি মাদরাসায় হাফেজি পড়ে। মাজেদরা তিন ভাই দুই বোন।
সে ভাইদের মধ্যে তিন নম্বর।
তেলজুড়ী বাজারের বণিক সমিতির সভাপতি ও শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তেলজুড়ী বাজারের স্টিলের ব্রীজ থেকে নদীতে লাভালাভি করতে গিয়ে মাজেদ নিখোঁজ হয়। ব্রীজ থেকে লাভ দিয়ে পানি থেকে আর উঠে আসেনি। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. সাত্তার মোল্যা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক অভিযান চালাচ্ছি বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ঢাকা থেকে আমাদের ডোবুরিরা আসতেছে। তারা পথে রয়েছে। তারা পৌছালে নদীতে নেমে উদ্ধার অভিযান পুরোপুরি শুরু করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।