তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ডোবার পানিতে পড়ে মমতা হেনা (২) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের নসিমন চালক মো. আমিন শেখের একমাত্র কন্যা সন্তান।
মুজুরদিয়া বাজারের ফার্মেসি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামের নসিমন চালক মো. আমিন শেখের মেয়ে মমতা হেনা সকলের অজান্তে বাড়ির পাশের ডোবায় সকাল থেকে বেলা সাড়ে ১১টার কোন এক সময় পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে হঠাৎ বাড়ির ডোবায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে।
ডোবার পানি থেকে উঠিয়ে বাড়িতে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। বুধবার দুপুরে শিশুটির মৃত্যুর বিষয়টি সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।