তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার (৯ অক্টোবর) বিকেলে ডহর নগর তদন্ত কেন্দ্র ১১নং বিটের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। কদমী সুমনা ডেইরী ফার্ম এ্যান্ড ফিসারীর আয়োজনে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলিমুজ্জামান ( বিপিএম -সেবা, পুলিশ সুপার,ফরিদপুর)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সুমন কর ( সহকারী পুলিশ সুপার মধুখালি সাকেল), বীর মুক্তিযোদ্ধা ও রুপাপাত ইউপির চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্লা, বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জাহান মোল্যা, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মো. নূরুল আলম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।