বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা বাজারে ভাড়া
বাসা থেকে বাসার তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলাংকার চরির ঘটনায়
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে থানায় অজ্ঞাত চোরদের নামে একটি লিখিত
অভিযোগ দিয়েছেন অশোক কুমার সাহা। অভিযোগ সূত্রে জানা বোয়ালমারী বাজারের
গ্রামীন ব্যাংকের পাশে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন অশোক
কুমার সাহা।

বুধবার সকালে তার স্ত্রী স্কুল শিক্ষিকা বিজলী রানী সাহা
স্কুলে চলে যায়। অশোক কুমার সাহা ও তার ছেলে অরুপ রতন সাহা ও অরুপ রতন
সাহার স্ত্রী গেটে তালা দিয়ে বাহিরে চলে যায়। ওইদিন বিকেলে সোয়া ৩টার
দিকে তার স্ত্রী বিজলী রানী সাহা স্কুল থেকে বাসায় ফিরে দেখে হেজবল্টের
কড়া ভাঙ্গা। বাসার ভেতর প্রবেশ করে দেখে ৪নং কক্ষের স্টিলের আলমারির ২টি
ড্রয়ার চাড় দিয়ে বাকানো খোলা।

খোলা দেখে তাকে (অশোক কুমার সাহাকে) জানালে
সে বাসায় এসে দেখে ২টি ড্রয়ারে রাখা নগদ ৫০ হাজার টাকা এবং ১৪-১৫ ভারি
স্বর্ণের গহনা নেই। পুলিশ চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বাসা চুরির একটি
লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে।