তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে মানসিক ভারসাম্যানহীন আব্দুল রহিমের (১৭) পাশে দাড়িয়েছেন বোয়ালমারী উপজেলা প্রশাসন।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক তার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন।
এ সময় তার শারীরিক অবস্থাসহ সকল ধরনের খোজ খবর নেন তিনি। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি। আব্দুর রহিম ময়না গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম শনিবার (৯ অক্টোবর)
সকালে বলেন, আব্দুর রহিমের যখন ৭ বছর বয়স তখন পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায়। সেই থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ছাড়া আব্দুর রহিমের মা মানসিক ভারসাম্যহীন। রহিম জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন। মাঝে মাঝে পাগলামি বাড়ে আবার মাঝে মাঝে কমে।
যার কারনে হারিয়ে যাওয়ার ভয়ে তার পরিবার মাঝে মধ্যেই রহিমকে শিকল দিয়ে বেধে রাখে। তিনি আরো বলেন, আব্দুর রহিমের চিকিৎসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানকে দ্রুত সময়ের মধ্যে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। ইতিপূর্বে আব্দুর রহিমের জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতা কার্ড, আবাসের জন্য সরকারি ঘর, টিউবওয়েল ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।