বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শামুক বিক্রি করে জীবিকা নির্বাহ করছে উপজেলার কয়েকশো দিনমুজুরি। ভোর হলেই নৌকা ও তালের ডুংগা নিয়ে দিনমুজুরিরা ছুটেন বিলে শামুক কুড়াতে। কুড়ানো শামুক বিক্রি করে চালাচ্ছেন সংসার। বর্ষা মৌসুম আসলেই এই সব দিন মুজুর হয়ে পড়ে বেকার। প্রতি বছর বর্ষা মৌসুমে বেকার সময় না কাটিয়ে দিনমুজুররা নেমে যায় শামুক কুড়াতে বিলে ও হাওড়ে। শামুক ব্যবসায়ী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা বকুল মোল্যা (২৮) ও একই গ্রামের সামচুর রহমান (৫৫) জানান, যারা শামুক কুড়ায়, তারা প্রতিদিন শামুক কুড়িয়ে আমাদের কাছে নিয়ে আসে। আমরা বাশের ঝুড়ির এক ঝুড়ি শামুক ৫০ টাকা করে ক্রয় করি।
একজন ৪ থেকে ৫ ঝুড়ি শামুক কুড়ায়। সারের এক বস্তা ক্রয় করি ২০০ টাকায়। আমরা ক্রয় করে গোপালগঞ্জ জেলার চিতালমারী শামুক ব্যবসায়ী মো. মিন্টুর নিকট
নছিমন ভর্তি করে পাঠায়। আমাদের প্রতিবস্তা শামুক মহাজোন ২৫০ টাকা করে দেন। প্রতিদিন ২৫ থেকে ৩০ বস্তা শামুক আমরা ক্রয় করে মহাজোনের কাছে পৌছায় দেই। গাড়ি ভাড়া সহ সকল খরচ মহাজোন দেন। আমরা শুধু শামুক ক্রয়,? বস্তা ভর্তি, বস্তার মুখ সেলাই করে নছিমনে উঠিয়ে মহাজোনের কাছে পৌছা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শামুক বিক্রি করে জীবিকা নির্বাহ করছে উপজেলার কয়েকশো দিনমুজুরি। ভোর হলেই নৌকা ও তালের ডুংগা নিয়ে দিনমুজুরিরা ছুটেন বিলে শামুক কুড়াতে। কুড়ানো শামুক বিক্রি করে চালাচ্ছেন সংসার।
বর্ষা মৌসুম আসলেই এই সব দিন মুজুর হয়ে পড়ে বেকার। প্রতি বছর বর্ষা মৌসুমে বেকার সময় না কাটিয়ে দিনমুজুররা নেমে যায় শামুক কুড়াতে বিলে ও হাওড়ে। শামুক ব্যবসায়ী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা বকুল মোল্যা (২৮) ও একই গ্রামের সামচুর রহমান (৫৫) জানান, যারা শামুক কুড়ায়, তারা প্রতিদিন শামুক কুড়িয়ে আমাদের কাছে নিয়ে আসে। আমরা বাশের ঝুড়ির এক ঝুড়ি শামুক ৫০ টাকা করে ক্রয় করি। একজন ৪ থেকে ৫ ঝুড়ি শামুক কুড়ায়। সারের এক বস্তা ক্রয় করি ২০০ টাকায়। আমরা ক্রয় করে গোপালগঞ্জ জেলার চিতালমারী শামুক ব্যবসায়ী মো. মিন্টুর নিকট
নছিমন ভর্তি করে পাঠায়। আমাদের প্রতিবস্তা শামুক মহাজোন ২৫০ টাকা করে দেন। প্রতিদিন ২৫ থেকে ৩০ বস্তা শামুক আমরা ক্রয় করে মহাজোনের কাছে পৌছায় দেই। গাড়ি ভাড়া সহ সকল খরচ মহাজোন দেন। আমরা শুধু শামুক ক্রয়,? বস্তা ভর্তি, বস্তার মুখ সেলাই করে নছিমনে উঠিয়ে মহাজোনের কাছে পৌছা