বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি চাল বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ১০টি ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হয়। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ১০ ইউনিয়নে মোট ২৩ জন ডিলার রয়েছে। মোট সুবিধাভোগি রয়েছে ১১ হাজার ৪৩৭ জন। তাদের জন্য মোট চাল দেওয়া হবে ৩৪৩ টন। প্রতি কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।