তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রজাতন্ত্রের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা শিক্ষক সমিতি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয় উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষক সমিতি বোয়ালমারী উপজেলা শাখা।
১০ ডিসেম্বর রবিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা ও সদস্যরা চোখের জলে মোশারেফ হোসাইনকে বিদায় দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোশারেফ হোসাইন ও মো. রকিবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভিন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ইসরাফিল মোল্যা, ময়না এসি বোস ইনিস্টিউটের সহকারী প্রধান শিক্ষক মৃধা আবুল হাশেম সিদ্দিকী, আল হাসান মহিলা মাদ্রাসার সুপার এম এ কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহীনুর আলম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।