তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বাদ জুম্মা বিশেষ মুনাজাতের মাধ্যমেউদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ডা. ফরিদ হোসেন মিঞা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাজাহান মীরদাহ্ পিকুল, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান,
ডা. গিয়াজ উদ্দিন, ডা. ওবায়দুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরইসলাম,
ষ্টোর কিপার কাজী তৌহিদুজ্জামান লিটন প্রমুখ।
উল্লেখ্য প্রায় তিন দশক আগে মসজিদটি তৈরী করা হয়। প্রথমে মাটির ও পরে ওয়াল এর উপর টিন দিয়ে তৈরী স্থাপনা ছিল। বর্তমানে এখানে তিন তলা বিশিষ্ট একটি মসজিদ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।