জিএম ,ভালুকা প্রতিনিধিঃ মহামারি করোনা অসুস্হ রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ও মাস্ক বিতরণ করা হয়েছে । সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তাস্তর করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদের সভাপতিত্বে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সুদেব চন্দ্র রায়, উপ-পরিচালক আলমগীর হোসেন সোহেল সহ অন্যান্যরা । আলোচনা শেষে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের কর্মীগন মাস্ক বিতরণ করেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।