মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম:আজ চৌদ্দই ফেব্রুয়ারী ‘বিশ্ব ভালোবাসা দিবস’।
সারা বিশ্বের অসংখ্য প্রেমিক-প্রেমিকা ব্যাপক উৎসাহের সাথে এই দিবসটি পালন করছে। এমন এক দিনে কুড়িগ্রামে আগামী এক বছরের জন্য গঠিত হয়েছে ‘কুড়িগ্রাম সিঙ্গেল ঐক্য পরিষদ’। সংগঠনের উদ্দেশ্য প্রেমের সম্পর্কে না জড়িয়ে সরাসরি বিয়ে করায় উৎসাহ প্রদান।

গঠনের পর থেকেই সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন মোঃ সিরাজুল ইসলাম রতন।
এছাড়াও সভাপতির দায়িত্ব পালন করবেন নুর আলম নাহিদ। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ পারভেজ আহমেদ জনি। সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম রকেট, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আকিবুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আলামিন ইসলাম বাবু দায়িত্ব পালন করবেন।

পরের তিনজন খুবই চমকপ্রদ দায়িত্ব পেয়েছেন। বাধাধরা সংগঠনগুলোতে সাধারণত এ ধরনের পদে কাজ করতে তেমন দেখা যায় না।

ডেটিং বানছাল বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম, জাস্ট ফ্রেন্ড লঙ্ঘন বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ এমদাদুল হক এবং প্রেম বিরোধী আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রবিউল ইসলাম দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে এস এম আবু সাইদ এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আহসান হাবীব সোহেল দায়িত্ব পালন করবেন।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে সভাপতি নুর আলম নাহিদ জানান, আমরা এই কমিটি কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলায় দিতে চাই। এই পরিষদ করার মূল লক্ষ হচ্ছে এখন প্রেমের নামে ধর্ষণ থেকে শুরু করে অনেক ইভটিজিং এর শিকার হচ্ছে মেয়েরা। তাই রিলেশনে না জরিয়ে বিয়ে করাই উত্তম বলে আমরা মনে করি।
নিজেদের মধ্যে কেউ প্রেমে জড়িয়ে পরলে সাংগঠনিক পদক্ষেপ কি হবে জানতে চাইলে তিনি জানান, আমাদের কমিটির ভিতরে কারো প্রেমের সম্পর্কে জড়ানোর তথ্যপ্রমাণ পাওয়া গেলে তাকে আজীবন বহিষ্কার করা হবে।