সরেজমিনে জানা যায় বিগত ২২/০৪/২০১২ ইং সালে অভয়নগর থানাধীন ৪ নং পায়রা ইউনিয়নে পায়রা সংলগ্ন ১২১ খতিয়ান ভুক্ত সমসপুর মৌজার এস এ ৮৫৭ এবং ৮৫৮ দাগে মোট ২৪ শতক জমি আমি মোছাঃ রহিমা খাতুন ৬০ স্বামী গোলাম সরওয়ার মোল্যা সাং- কোটা থানা- অভয়নগর জেলা- যশোর।
আমি জনৈক শাহাজান মুন্সির গংদের নিকট থেকে জমি ক্রয় করি উক্ত জমি ক্রয় পর থেকে জমির সম্মুখে একটি দোকান ঘর তৈরি করিয়া ভাড়া দিয়া এবং জমির চারপাশে সীমানা নির্ধারণ পূর্বক ভোগ দখল করিয়া আসছি। কিন্তু বিবাদী মোঃ আতাউর রহমান তরফদার ফিরোজ পিতা- মৃত-হামিদ তরফদার, ফয়সাল তরফদার(২২),ফাহিম তরফদার (১৯) ভূমি দস্যুরা আমার ক্রয় কৃত জমি তাদের দাবি করিয়া আমাদের সাথে ঝামেলা করিতে থাকে। আমি উক্ত জমিতে কিছু করিতে গেলে বিবদীরা বাধা প্রদানসহ তাদের পোষা গোন্ডা বাহিনী দিয়া আমাকে এবং আমার পরিবারের লোকজনকে হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। যার প্রেক্ষিতে আমি বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩৯ ধারায় মামলা মোকদ্দমা করিয়াছি।
যার মামলা নং ৫৯/২১ যাহা চলমান এমতাবস্থায় সর্বশেষ গত ২০/০৩/২১ ইং তারিখে সকাল আনুমানিক ৮ ঘটিকায় আমি সহ আমার মেয়ে জামাই আবুল বাশার মোল্যা(৩৬)এবং আরিফুজ্জামান (৪২) সহ হাদিউজ্জামান নয়নকে সাথে নিয়ে পায়রা বাজারে আবারও উক্ত মিস্ত্রি নিয়ে দোকান ঘর তৈরি করতে গেলে বিবাদীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মিস্ত্রিদের কাজ করতে নিষেধ করে পরবর্তীতে ২৭/০৩/২১ ইং তারিখে আবারও কাজের জন্য মিস্ত্রিদের নিয়ে উপস্থিত হলে বিবাদীগণ আবারও বাধা প্রদান করে আমি ও আমার জামাই প্রতিবাদ করিলে বিবাদীরা আমাদেরকে মারার জন্য উদ্যত হয় একপর্যায়ে মারমুখি হইয়া আমার ফিরে আসি এবং মিথ্যা মামলার হুমকি প্রদান করে। বিরোধীদের উগ্র ভাব দেখিয়া যেকোন খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে ভাবিয়া আমার লোকজন নিয়ে চলে আসি।
বিবাদীরা মারাত্মত সন্ত্রাসী প্রকৃতির এমতাবস্থায় অভয়নগর থানায় যাইয়া সাধারণ ডাইরী ভুক্ত করি। তাই বিবাদ মিমাংসার জন্য সমাজিক রাজনৈতিক ও উপরস্থ মহলের আশু হস্তক্ষেপ কামনা করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।