কুষ্টিয়ার ভেড়ামারার হজরত শাহ সোলাইমান চিশতীর (রা.) মাজার প্রাঙ্গণ থেকে হাসিবুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুন) দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করেছে ভেড়ামারা থানা পুলিশ। হাসিবুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বলদিয়া এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে। হাসিবুল প্রায় দুই মাস ধরে ওই মাজারের আশপাশে থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার বেলা ১১টার দিকে মাজার প্রাঙ্গণে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয়রা তার পরিচয় জানতেন না। পরে পুলিশ তার বিষয়ে খোঁজ নিয়ে পরিবারকে সংবাদ দেয়। পরিবারের সদস্যরা এসে হাসিবুলের মরদেহ শনাক্ত করেন।
ওসি আরও জানান, কয়েকদিন ধরে ওই ব্যক্তি অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।