কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি: করোনা মহামারী সংক্রমণ রোধে দ্বিতীয় ধাপে কঠোর বিধিনিষেধের
প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা-ল²ীপুর রুটের ফেরি যাত্রী
পারাপার করছেন।
শুক্রবার(২৩জুলাই) সকাল থেকে ঈদ শেষে শত শত মানুষ কর্ম¯’লে ফিরতে
ইলিশা ফেরিঘাটে জড়ো হতে শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
প্রথমে তাদের ফেরিতে উঠতে বাধা দিলেও পরে ছেড়ে দেয়।
এদিকে গণ পরিবহন না চলায় যাত্রীরা পথে পথে ভোগান্তি পড়তে হয়েছে।
পাশষাপাশি কোথাও সামাজিক দূরুত্ব ও স্বা¯’্যবিধি না থাকায়
করোনা ঝুঁকি নিয়েই ফেরি পারাপার হ”েছন এসব যাত্রীরা।
¯’ানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টায় পণ্যবাহী যানবাহনসহ
৫টি যাত্রীবাহী বাস নিয়ে ফেরি ্য়ঁড়ঃ;কনকচাঁপ্য়াঁড়ঃ; ইলিশা ঘাটে আসে ।
এসময় ঢাকা-চট্টগ্রাম ল²ীপুরসহ দেশের বিভিন্ন ¯’ানে কর্ম¯’লে
যাওয়ার উদ্দেশ্যে আসা কয়েক শত যাত্রী ফেরী ঘাটে ভিড় করে। যাত্রীদের
সামাল দিতে গিয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ কে হিমশিম খেতে হয়।
এক পর্যায়ে এসব যাত্রীদের ছেড়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরা।
চরফ্যাশন থেকে আসা চট্রগ্রামে গামী যুবক শাহীন বলেন ,
বাবা,মায়ের সাথে ঈদ উদযাপন করার জন্য তিনি গ্রামের বাড়িতে
এসেছিল। এখন তিনি কর্ম¯’ল চট্রগ্রামের উদ্দেশ্যে ফেরিতে যা”েছন।
লকডাউনের ‌কারনে পথে পথে নানা ভোগান্তির শিকার হয়েছেন।
এসব যাত্রীদের মধ্যে স্বা¯’্যবিধির আর সামাজিক দ‚রত্ব তো দ‚রের কথা,
অধিকাংশ যাত্রীর মূখে ছিল না মাস্ক। এতে করে করোনা ভাইরাস সংক্রমণ
ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।