বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খেজুরিয়া গ্রামে পূর্ব শত্রুতা এবং নির্বাচনে পরাজয়ের জের ধরে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ভ্যানচালক হচ্ছেন মোকলেস মিয়া (৫৫) ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মিয়ার ছেলে।

সোমবার সকালে আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ছেলে উজ্জল মিয়া বলেন, ১১ নভেম্বর বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের শামীম মিয়া।

১৩ নভেম্বর ৪টি ভ্যানযোগে মেম্বর শামীম খাজুরিয়া থেকে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে সৌজন্য দেখা করার উদ্দেশ্যে ছিল।