নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: করোনা মহমারীর প্রতিকুলতার সর্তকতা যথা সম্ভব বজায় রেখে মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ২০২২ সালের নতুন বছরের নতুন পাঠ্যপুস্তাক বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের মাঝে এ নতুন বই বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের শুভ উদ্বোধন করেন মাদরাসায় পরিচালনা পর্ষদের সভাপতি ও মনিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক শামছুর রহমান, প্রভাষক ফজলুর রহমান, বদিউজ্জামান, মাসুমা খাতুন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, রুমিছা খাতিন, শফিকুল ইসলাম, সহকারি মৌলবী আব্দুর রউফ, আব্দুল গণি, আব্দুল কাদের, মিজানুর রহমান, সহকারি শিক্ষক আনোয়ারা খাতুন, রিজিয়া খাতুন, আব্দুল গনি প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।