মণিরামপুরে ‘কবির হোটেল এন্ড রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে। পৌরশহরের দক্ষিন মাথায় উপজেলা পরিষদ সংলগ্ন মোহনপুর পোষ্ট অফিস মোড়ে দেশীয় রুচিসম্মত খাবারের লক্ষে এ হোটেলের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহষ্পতিবার এর শুভ উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর আওয়ামীলীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, মণিরামপুর প্রেসকাবের প্রচার সম্পাদক সাংবাদিক আবু বক্কর সিদ্দীক, প্রতিষ্ঠানের প্রোপাইটর ও পরিচালক শফিকুল ইসলাম শফি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভ উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিতিদের মধ্যে তারারক বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।