নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যকে নাগরিক সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রধান করা হয়।
শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা ও সাংস্কৃতি অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা ইঞ্জি. আলমগীর হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অজিত ঘোষ।
সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলী নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে রাতে দেশের বিভিন্ন স্থানের নামী শিল্পীদের নিয়ে বিশেষ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।