যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে ভোলা নাথ বিশ্বাস (৬৬) নামে এক ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘের ব্যবসায়ীর মাজায় ও পায়ে দড়ি দিয়ে ইট বাধা ছিল।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের নিজ ঘের থেকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পিআইবি ডি বি পুলিশ সহ সাংবাদিকরা কুলু উদঘাটনের চেষ্টা করে। তবে, কি কারনে এ ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।মৃতের ছেলে পরিমল জানান, তার বাবা সোমবার ভোরে মাছের ঘেরে যান কি বাজারে যান আমরা কিছু বলতে পারিনা। অনেক খোঁজাখুঁজির পর আর বাড়ি ফেরেনি। অবশেষে বাড়ির পাশেই ঘের মধ্য থেকে ইট বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে মাজায় ও পায়ে দড়ি বাধা অবস্থায় উদ্ধার হয়।ছেলের দাবি, তার বাবা ব্যবসায় মন্দা যাওযায় কিছুদিন ধরে হতাশায় ছিলেন।এ কারনে তার বাবা আত্মহত্যা করতে পারে।
স্থানীয় ফাড়ি ইনচার্জ আতিকুজ্জামান জানান, এটি আত্মহত্যা কিনা তা এখনি বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর পরিস্কার হবে। অবশেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর নেওয়া হয়। এবং মৃত্যু ব্যক্তির ছেলে পরিমল বিশ্বাস এবং আর ভাই দেবু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে
কলমকথা/হুমায়ূন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।