পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: অদ্য শনিবার (১৭ জুলাই) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায় দরিদ্র জনগোষ্ঠির মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়। মোবাইল ফোনের মাধ্যমে সকালে চাল বিতরণের উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
এরপর চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হাসান টিপু। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সোহরাব হোসেন, নওপাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যা বৃন্দ, সচিব ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নওপাড়া ইউনিয়নে ঈদ উপলক্ষ্যে ১১৬৫ জন দরিদ্র জনগোষ্ঠির মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।