শেখ মোস্তাফা কামাল, কেশবপুর প্রতিনিধি: যশোরের ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্ভোদন করা হয়। বৃহঃবার (১১ নভেম্বর) দুপুরে সাগরদাঁড়ি কলেজ রোডে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোদন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন, ০২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম (মুক্ত),
ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার (মুকুল), সাগরদাঁড়ি আবু শারাফ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শ্যামল কুমার ঘোষ, চিংড়া ফাঁরীর এএসআই ওহায়িদুজ্জামান,
১১নং হাসানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তৌহিদুজ্জমান (তহিদ), ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের চেয়ারম্যান এ এস এম আশিক ইমরাান ও সাপ্তাহিক স্মৃতি পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি
ও জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক কলম কথা কেশবপুর প্রতিনিধি শেখ মোস্তাফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা কর্মিরা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক সাংবাদিক এনামুল হাসান নাঈম ও পরিচালনা করেন সাংবাদিক মেহেদী হাসান।