মাবিয়া রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে আরিফ হোসেন(১৬)নামের এক স্কুল ছত্রের ঝুলান্ত লাশ উদ্ধার হয়েছে।শনিবার ৪ই সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ ঘটিকায় শাহিন আলম নামের এক বাকপ্রতিবন্ধী মৃত স্কুল ছাত্রের বাড়ির পাশে পুকুর পাড়ের একটি কাঁঠাল গাছে গলাই রশি অবস্থান ঝুলতে দেখতে পায়।আরিফ ফেদাইপুর গ্রামে সৌদি প্রবাসী আবু বক্কর(৪২)’র ছেলে।সে গোপালপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
নিহতে চাচা ইদ্রিস আলী জানান,,বেশ কিছুদিন যাবৎ নিহত আরিফের বিবাহের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখলে মেয়ে পক্ষ আরিফের চলাফেরার নানা সমস্যার কারনে পছন্দ করে না।এতে করে আরিফের নিজে প্রতি অবঘৃনা জম্নায়।তাই ধারনা করা হচ্ছে নিজের প্রতি নিজের অবঘৃনা জনিত কারণে আরিফ আত্মহত্যা করেছে।
ঘটনাস্থান পরিদর্শন শেষে পাড়াপড়শি রেজা নামের এক ব্যক্তি মাধ্যমে জানাযায় উপজেলার পাড়ালা গ্রামের একটি মেয়ের সাথে আরিফের প্রেমের সম্পর্ক ছিলো।গত কাল শুক্রবার ৩ই সেপ্টেম্বরে সেই মেয়েটির অন্য ছেলের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে।তারা ধারনা করছে মেয়েটির অন্যত্রে বিবাহ হওয়ায় আরিফ সহ্য না করতে পেরে শুক্রবার রাতেই নিজে গলাই দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এবিষয় নিয়ে শনিবার সাকালে নিহতের মা আসমা খাতুন(৩৮)মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।