![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/71a7c3cc561d6fb95afb7b3102179161.0.jpg)
এস এম তাজাম্মুল, মনিরামপুর : যশোরের মনিরামপুরে হোসনেয়ারা খাতুন (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর উদ্দেশে হেফাজতে নিয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।
হোসনেয়ারা উপজেলার দেবিদাসপুর মাঝের পাড়ার আবুল কালাম আজাদের স্ত্রী। এ দম্পতির ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন হোসনেয়ারা। বেলা সাড়ে ১০ টার দিকে প্রতিবেশী এক গৃহবধূ হোসনেয়ারাকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা তাঁর লাশ নামিয়ে আনেন।
থানার উপ পরিদর্শক (এসআই) সোমেন বিশ্বাস বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে অভিমান করে হোসনেয়ারা আত্মহত্যা করেছে। লাশ আমরা হেফাজতে নিয়েছি। ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান অপমৃত্যু মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।