এস এম তাজাম্মুল, মনিরামপুরঃ ফেইসবুক পেজ “হ্নদয়ে মণিরামপুর” এর ডাকে সাড়া দিয়ে “মণিরমপুর প্রেসক্লাব” পরিবারের সত:স্ফুর্ত ও আন্তুরিক সহযোগীতায় বসুন্দিয়া-মনিরামপুর-কেশবপুর-সাতক্ষীরা রেললাইনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ(৩১জানুঃ) সকাল ১১ টায় মনিরামপুর বাজারের মেইন রোডে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এ ব্যাপারে ফেসবুক পেজ “হ্নদয়ে মণিরামপুর” এর এডমিন জনাব শামসুর জামান এক বিবৃতিতে বলেন-মানববন্ধন অনুষ্টানকে সাফল্যমন্ডিত করতে সহযোগীতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। “মণিরমপুর প্রেসক্লাব” পরিবারের সত:স্ফুর্ত ও আন্তুরিক সহযোগীতা এবং সুন্দর পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে অগ্রণি ভুমিকা রাখার জন্য কৃতজ্ঞার পাশে আবদ্ধ হলাম “হ্নদয়ে মণিরামপুর” গ্রুপ পরিবার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, এবং সাংবাদিক বাবুল আক্তার, ফারুক আলম, নজরুল ইসলাম, আানিচুর রহমান, মজনুর রহমান, আব্দুল মতিন, রবিউর ইসলাম, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলিম, স্নেহাস্পদ সাইফুল আলম, কাউন্সিলর বাবুলাল চৌধুরী সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আগামিকাল মনিরামপুর রিপোটার্স ক্লাবের আয়োজনে মনিরামপুর উপজেলার সামনে আরো একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।