আবদুল্লাহ আল মামুন,যশোর জেলা প্রতিনিধি:
আসন্ন ৩০ জানুয়ারী মনিরামপুর পৌর নির্বাচন উপলক্ষে চলছে মেয়র কাউন্সিলর প্রার্থীদের ব্যাপক প্রচারণা ও গনসংযোগ।
মেয়র প্রার্থী যেমন তেমন লড়াই হবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে,প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় একাধিক প্রার্থী সবাই সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মনিরামপুর পৌর ৮ নং ওয়ার্ড কামালপুর বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা বাবলুর রহমানের সাথে লড়াই হবে আওয়ামী লীগের আরো দুইজন প্রার্থী ফজলুর রহমান ও ইমন আহমেদ হায়দার।
এছাড়াও ৯ নং ওয়ার্ড বিজয়রামপুর আওয়ামী লীগের কাউন্সিল প্রার্থী দুই জন আইয়ুব পাটোয়ারী ও নুর আলম (মানু) সহ আরো এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়াই হবে বিএনপির বাবু সন্তোষ স্বর ,হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের কাউন্সিলর প্রার্থী মোঃ ফারুক হোসেন।
এভাবেই মনিরামপুর পৌর নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে লড়াই হবে মন্তব্য করেন পৌর এলাকার সাধারণ ভোটাররা।
এদিকে নৌকার মেয়র প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান কে বিজয়ী করতে আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ধানের শীষ বিএনপির মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র শহীদ ইকবাল কে বিজয়ী করতে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
ইসলামী আন্দোলন হাতপাখার মেয়র প্রার্থী আবু তালেব কে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।