জেলা প্রশাসকের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ) সকাল ১০টার দিকে জেলা এলজিইডি অফিসের সামনে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) ও সর্বস্তরের প্রকৌশল সংস্থা ঘণ্টব্যপী এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক, সিনিয়র সহকারী মো. আশিক ইয়ামিন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল-হাসান মারুফ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনিসুর রহমান, পিজিসিবির প্রকৌশলী দেওয়ান মো.গিয়াস মাহমুদসহ পিডব্লিউডি,ডিপিএইচই, ইইডি,পিডিবি,বিএডিসি ও বিডব্লিউডিবির প্রকৌশলীরা।
মানবন্ধনে বক্তারা দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করার দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।