কক্সবাজারের ঝিলংজা বিজিবি ক্যাম্প সংলগ্ন মল্লিক পাড়ায় বিষ্ণু মন্দির উচ্ছেদের পরিকল্পনায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কক্সবাজার সচেতন হিন্দু সমাজের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মল্লিক পাড়া সমাজ কমিটির সভাপতি প্রদীপ মল্লিকের সভাপতিত্বে ও কক্সবাজার হিন্দু পরিষদের সভাপতি দীপক দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা, সহ-সভাপতি বিপুল সেন, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, পৌর পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা. চন্দন দাশ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শহর শাখার আহবায়ক স্বপন গুহ, রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, অ্যাডভোকেট বাপ্পি শর্মা ও সবিতা মল্লিক। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, অশোক দাশ নামের এক ব্যক্তি পবিত্র বিষ্ণু মন্দিরের জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে অশোক দাশের নেতৃত্বে মন্দিরের পুরোহিত ও পূজার্থীদের ওপর বর্বরোচিত হামলা করা হয়েছে। মন্দির রক্ষা করার প্রতিবাদ করায় রক্ষাকারীদের বিরুদ্ধেও উল্টো মিথ্যা, বানোয়াট ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। তাই বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। নয়তো কক্সবাজারের হিন্দু সমাজকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জেলা হিন্দু মহাজোট, জেলা হিন্দু পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হাসপাতাল সড়ক এলাকাবাসীসহ সনাতনী সমপ্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।