ময়মনসিংহ বিভাগের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। এই আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ পরিবহন মোটর মালিক সমিতি।
এর আগে সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কর্মকাণ্ডের ধীরগতির কারণে ও সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবিতে ময়মনসিংহ বিভাগে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে পরিবহন মোটর মালিক সমিতি।
এরপর আজ রোববার (১৬ জানুয়ারি) ভোর থেকে রাস্তায় ছিল না ঢাকাগামী ময়মনসিংহ বিভাগের গণপরিবহন।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।