মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় তিনজন গুরুতর আহত ও একজন নিহত হয়েছে। গতকাল (১ লা এপ্রিল) বৃহস্পতিবার রাতে খর্দ্দফুলবাড়ি প্রাইমারি স্কুলের পাশে নহাটা – পলাশবাড়িয়া রাস্তার উপর বিপরীত দিক থেকে আসা গরুটানা নাটা গাড়ি ও মটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে একজন মটর সাইকেল আরোহী ও একজন গরু ব্যবসায়ি মারাত্মক আহত হয়।আরো দুই জন সামান্য চোট পায়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সড়ে ৯.০০ টার দিকে খর্দ্দফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে ফুলবাড়ী-খর্দ্দফুলবাড়ী বাজারের কাছে মোটরসাইকেল ও গরু টানা নাটাগাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মারাত্মক আহত হয়, আহতরা হলেন খর্দ্দফুলবাড়ী গ্রামের মন্নু মোল্যা (৬০) ও মোটরসাইকেল চালক মৌফলকান্দি গ্রামের টুকু মন্ডল( ৫৫)। প্রত্যক্ষদর্শীদের ধারনা, দ্রুত গতিতে গাড়ী চালানো ও সড়কের পাশ জুড়ে গাছের লগ কেঁটে রেখে দেওয়ায় এই দূর্ঘটনা ঘটেছে,গাছের লগ গুলো না থাকলে হয়তো এই দূর্ঘটনা নাও ঘটতে পারতো,আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাঁসপাতালে নেওয়া হয়েছে। অপর দিকে আজ শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে একই উপজেলার নহাটা ইউনিয়নের জয়রামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফুলমিয়ার বাড়ির সামনে নহাটা-মিঠাপুর রাস্তার উপর মোটরসাইকেল ও সিমেন্ট রড বোঝাই পাঁচ চাকার নাটা গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে আরো দুইজন মারাত্মক আহত হয়েছে। আহতরা হলেন পানিঘাটা গ্রামের নাসির জমাদ্দার(২৮) পিতা তালেব জমাদ্দার ও সোহান মোল্যা (২১) পিতা ফুলমিয়া মোল্যা। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আহত সোহানকে যশোরে এবং নাসিরকে খুলনা মেডিকেল কলেজ হাঁসপাতালে নেওয়া হয়।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাসিরের মৃত্যু হয়েছে বলে জানা যায়। টেলিফোনে মৃত নাসিরের পাশে থাকা ভগ্নিপতি মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।তাঁর অকাল মৃত্যুতে পানিঘাটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।