মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি (বুধবার) সকাল ১০.৩০ ঘটিকায় মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৮ ইউনিয়নের ৭২ জন সদস্য ও ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান মহম্মদপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার ডিডিএলজি জনাব আফাজ উদ্দীন মহোদয় । শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু আব্দুল্লাহেল কাফি,
মহিলা ভাইচ-চেয়ারম্যান ও নারী নেত্রী মোছাঃ বেবী নাজনীন,ভাইচ চেয়ারম্যান মোঃ বরকত আলী, সহকারী কমিশনার ভূমি মোঃ দবির হোসেন ,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দীন । উপস্থিত ছিলেন ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।