মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে দরিদ্র ও মেধাবী প্রায় ২০০ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরন করেছে মহম্মদপুর উপজেলা প্রশাসন। আজ (২৪ আগস্ট) মঙ্গলবার দুপুরে মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার সিতারাম রাজার কাছারি বাড়ি প্রাঙ্গনে এক অনাড়ম্বর ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ০৮টি ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে এলজিএসপি-৩ প্রকল্পের ২০২০-২০২১ অর্থ বছরের অর্থ দিয়ে বাইসাইকেল বিতরন করা হয়েছে।
মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন । উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জনাব মোঃকামরুজ্জামান, এলজিএসপি-৩ এর জেলা ফেসিলিটিটর জনাব মোঃ শামসুজ্জোহা, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল ,সহকারি কমিশনার (ভূমি)জনাব দবির উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ নাসির উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মিয়া সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীল ভাবে সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মোঃ শাহীন সরদার।