মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আজ মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রভাষক নিহত হয়েছে। নিহতের নাম মোঃ উজ্জ্বল রহমান (৩৫)। তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে। তিনি মাগুরা শহরের কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। জানা যায়, সোমবার(৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদরের বরুনাতৈলে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
কলেজ শেষ করে নিজ মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় বরুনাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে পড়ে যান তিনি। এতে মাইক্রোবাসের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
কলেজ শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তন্নি বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।