মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে ২ বছরের এক কন্যা শিশুর পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ৮ অক্টোবর (শুক্রবার) দুপুর ৩.০০ ঘটিকার দিকে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মধ্যপাড়ার মোঃ রানা হাসান (লুলু) এর বড় মেয়ে লাইসা (২) পানিতে পড়ে মৃত্যু বরণ করে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর বেলা পারিবারিক কাজে সকলের ব্যস্ততার ফাকে লাইসা চোখের আড়াল হলে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম ঘরের পিছনে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাইসা ছিল পরিবারের সকলের চোখের মনি।পুরো বাড়ির সকলে তাকে খুব ভালোবাসতো বলে জানা যায়। লাইসার মা তাসলিমা খাতুন বারবার অচেতন হয়ে পড়ছে।
এদিকে তাদের আরও একটা তিন মাসের সন্তান রয়েছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে মহম্মদপুর থানা সূত্রেও সত্যতা পাওয়া যায়। এবং থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।