মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে শেখ হাসিনা সেতুর পাশে পাঁচ রাস্তা চরজাংগালিয়া এলাকায় ডিসি ইকো পার্কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইসমাইল হোসেন । এসময় শেরশাহ আমলের তৈরি ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড উদ্ধার, সংরক্ষন ও উন্মুক্তকরণেরও শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে মহম্মদপুরে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইসমাইল হোসেন।
এর ফলে মহম্মদপুর তথা আশপাশের এলাকার মানুষের জন্য মধুমতী নদীর তীরে বিনোদনের একটা চমৎকার ব্যবস্থা হলো। এসময় আরো উপস্থিত ছিলেন এ বিনোদন ব্যবস্থার কারিগর মাগুরা জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলম মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রেভিন্যু) জুলিয়ারা সুকাইনা, বাস্তবায়নকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, মহম্মদপুর থানা ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী । এদিন প্রধান অতিথি মহোদয় ঐতিহাসিক গ্রান্ড ট্রাংক রোডে কাবিখা প্রকল্প দ্বারা পুনঃ নির্মিত রাস্তায় তালগাছের চারা রোপন করেন এবং রাজা সিতারামের কাছারি বাড়ি পরিদর্শন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।