মাগুরা প্রতিনিধিঃ দেশে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এসব ইউনিয়নে ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর ২০২১। এ ধাপে দেশের ১০০৭টি ইউনিয়ন এবং ১০টি পৌরসভার ভোট হবে। এ ধা‌পে মাগুরা জেলার দুইটি উপ‌জেলার (মহম্মদপুর ও শালিখা) সব ক‌য়টি ইউ‌পি‌তে ২৮ ন‌ভেম্বর ২০২১ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে। মহম্মদপুর উপজেলার ৮‌টি ইউ‌নিয়ন হচ্ছে বাবুখালী, বিনোদপুর,দীঘা,রাজাপুর, বালিদিয়া,মহম্মদপুর, পলাশবাড়ীয়া ও নহাটা।

অপরদিকে শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে ধনেশ্বরগাতী,তালখড়ি, আড়পাড়া, শতখালী, শালিখা, বুনাগাতী ও গঙ্গারামপুর। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনে মিটিংএ অনুমোদনের পর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২রা নভেম্বর। যাচাই-বাছাই ৪ঠা নভেম্বর এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।